বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার কেয়টখীরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি শিমুলিয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফুজ্জামান বাংলানিউজকে জানান, মহাসড়কের কেয়টখীরা এলাকায় ঢাকাগামী মধুমতী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ১০ জন যাত্রী আহত হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছে এবং বাসটি উদ্ধার করেছে।
বাংলাদেশ সময় ১৬৫৭ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৮
আরএ