ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
গফরগাঁওয়ে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে চোর সন্দেহে রিয়াজ (১৪) নামে এক স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কিছু ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার উথুরী-ঘাগড়া টাওয়ারমোড় বাজারে এ ঘটনা ঘটে। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রিয়াজ স্থানীয় ছিপান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের সৌদি প্রবাসী সাইদুর রহমান শাহীনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোর ৫টার দিকে উথুরী-ঘাগড়া টাওয়ারমোড় বাজারের আশরাফুলের মনিহারী দোকানের ‘তালা ভাঙার চেষ্টার অপরাধে’ স্কুলছাত্র রিয়াজকে আটক করে বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার ভাই কামরুল এবং প্রতিবেশী রশিদ।

প্রত্যক্ষদর্শী উথুরী গ্রামের ইমন ও মোতালেব জানায়, বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার কয়েকজন সহযোগী রিয়াজকে বাজারের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটায়। পরে রিয়াজের মৃত্যু নিশ্চিত করে সকাল সাড়ে ৭টার দিকে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর থেকে আশরাফুলসহ বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী দোকান বন্ধ করে পলাতক রয়েছেন।

গফরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামছুল আলম খোকন বলেন, রিয়াজের বিরুদ্ধে চুরি করার অনেক অভিযোগ আছে। চুরির মামলায় সম্প্রতি সে হাজতবাস করেছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, এ বিষয়ে তদন্ত এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।