বৃহস্পতিবার (৩০ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের স্টাফ অ্যামেনিটিস সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
অ্যালেস্টার বার্ট তিনদিন বাংলাদেশ সফর শেষে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে অ্যালেস্টার বার্ট বলেন, রোহিঙ্গা সংকটের সহজ কোনো সমাধান নেই। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকট সমাধানে নানা উদ্যোগ চালিয়ে যাচ্ছে। সংকটের শুরু থেকেই যুক্তরাজ্য এর সমাধানে ভূমিকা পালন করছে। এই সংকটের সমাধান না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে।
এক প্রশ্নের উত্তরে অ্যালেস্টার বার্ট বলেন, মিয়ানমারের রাখাইন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন আমরা পর্যবেক্ষণ করেছি। এই প্রতিবেদনে নানা বিষয় উঠে এসেছে। আমরা এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছি।
তিনি বলেন, রোহিঙ্গারা নিরাপদ ও স্বেচ্ছায় যেন রাখাইনে ফিরে যেতে পারে, সেটা নিয়ে আমরা শুরু থেকেই বলে আসছি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নানা সহায়তাও করছে যুক্তরাজ্য।
ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আমরা প্রত্যাশা করছি। আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেটাই যুক্তরাজ্যের প্রত্যাশা।
বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৮
টিআর/আরআর