বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
এর আগে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা সদর থানাধীন হেথালিয়া বাঁধঘাট এলাকায় আঁখি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায়।
কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) ও র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক মো. হাছান আলী জানান, বিশেষ এই অভিযানে আঁখি আইসক্রিম ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা এবং মালিক মো. নুরুল আমিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মো. নুরুল আমিন পটুয়াখালী সদরের ডিবুয়াপুর এলাকার মৃত আ. কাদের ফকিরের ছেলে।
অভিযানে জেলার স্যানিটারি পরিদর্শক মহিউদ্দিন আল মাহমুদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ১৮১০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এমএস/এমজেএফ