ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
পটুয়াখালীতে আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা আইসক্রিম ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পটুয়াখালী: পটুয়াখালীতে নকল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে একটি আইসক্রিম ফ্যাক্টরিকে সিলগালা করা হয়েছে। পাশাপাশি ফ্যাক্টরি মালিককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

এর আগে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা সদর থানাধীন হেথালিয়া বাঁধঘাট এলাকায় আঁখি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায়।

কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) ও র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক মো. হাছান আলী জানান, বিশেষ এই অভিযানে আঁখি আইসক্রিম ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা এবং মালিক মো. নুরুল আমিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মো. নুরুল আমিন পটুয়াখালী সদরের ডিবুয়াপুর এলাকার মৃত আ. কাদের ফকিরের ছেলে।

অভিযানে জেলার স্যানিটারি পরিদর্শক মহিউদ্দিন আল মাহমুদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৮১০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।