ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বিভিন্ন কর্মকর্তার সিলসহ প্রতারক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
বিভিন্ন কর্মকর্তার সিলসহ প্রতারক আটক প্রতারক আটক। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠিতে বিভিন্ন কর্মকর্তার সিল ও বিআরটিএ’র লাইসেন্স করার কাগজপত্রসহ হানিফ খান নামে এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে পৌর শহরের ঈদগাহ ময়দান সংলগ্ন ব্যক্তিগত অফিস থেকে তাকে আটক করা হয়।

হানিফ ঝালকাঠি সদর উপজেলার রূপসীয়া গ্রামের হাসেম আলী খানের ছেলে ও স্থানীয় মাইক্রোবাস চালক সমিতির নেতা।

ঝালকাঠি ডিবি পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান মিয়া জানান, জেলা প্রশাসনের কর্মকর্তা ও সদর হাসপাতালের চিকিৎসকের নামে সিল বানিয়ে ঝালকাঠি বিআরটিএ’র লাইসেন্স করে দেওয়ার অভিযোগ রয়েছে প্রতারক হানিফের বিরুদ্ধে।

গোয়েন্দা পুলিশের একটি দল খবর পেয়ে ঈদগাহ ময়দান সংলগ্ন তার ব্যক্তিগত অফিসে অভিযান চালায়। এসময় তার কক্ষ থেকে সত্যায়িত করার ১০টি সিল, বিআরটিএ’র লাইসেন্স করার কাগজপত্রসহ তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।