ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদা দাবি করে রংপুরের পিপিকে হত্যার হুমকি 

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
চাঁদা দাবি করে রংপুরের পিপিকে হত্যার হুমকি 

রংপুর: রংপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মালেকের কাছে এক কোটি টাকা চাদাঁ দাবি করে চিঠি পাঠিয়েছে রাজশাহী পূর্ব বাংলা কমিনিস্ট পার্টি কমান্ডার। চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে ডাকে এমন একটি চিঠি এসেছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট আব্দুল মালেক।  

অ্যাডভোকেট আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, সময় মত টাকা না দিলে মেরে ফেলার হুমকি দিয়েছে সংগঠনটির কমান্ডার।

তবে চিঠিতে কমান্ডারের নামপরিচয় ছিলো না।  

তিনি আরও জানান, চিঠিতে আগামী সাতদিনের মধ্যে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তার মাথা কেটে ফেলার হুমকি দেওয়া হয়। চিঠির কথা প্রকাশ না করার কথাও বলা হয়। চিঠির প্রেরক হিসেবে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডারের নাম রয়েছে।  
 
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম সাংবাদিকদের বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।  

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে রংপুর আইনজীবী সমিতি।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।