বৃহস্পতিবার (৩০ আগস্ট) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এবং স্থানীয় সরকার বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।
সভায় বক্তারা এসব দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে নানা পদক্ষেপ নেওয়ার সুপারিশও করেন।
মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ-সচিব এস এম ফেরদৌস, ইউএনডিপি’র ন্যাশনাল কনসালটেন্ট ড. আমিনুল আলম, ড. রোকেয়া খাতুন, প্রোগ্রাম ডেভলপমেন্ট স্পেশালিস্ট আরিফ ফয়সাল, আহসাদুল কবীর আকন, মো: মুসা, হারুন অর রশীদ লাল, মানিক চৌধুরী প্রমুখ।
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং ইউএনডিপি কুড়িগ্রাম, রাঙামাটি এবং চট্টগ্রাম এ তিন জেলায় পাঁচ বছর মেয়াদি প্রকল্প হাতে নিয়েছে বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এফইএস/এএইচ