ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

‘উন্নয়নের জন্য নৌকা জয়ের বিকল্প নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
‘উন্নয়নের জন্য নৌকা জয়ের বিকল্প নেই’ সমাবেশে এমপি স্বপন কুমার ভট্টাচার্যসহ উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

যশোর: মণিরামপুরে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীক বিজয়ের বিকল্প নেই বলে জানিয়েছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য (এমপি) স্বপন কুমার ভট্টাচার্য।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মণিরামপুর ফাজিল মাদ্রাসা ময়দানে উপজেলা যুবলীগ আয়োজিত শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি স্বপন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে চলেছে।

দেশ এখন উন্নয়নের মহাসড়কে। ফলে সারাদেশের মতো বৃহৎ উপজেলা মণিরামপুরেও নৌকা প্রতীক বিজয়ী করার কোনো বিকল্প নেই।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যাকেই মনোনয়ন দেয় তার পক্ষে পক্ষেই কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।  

উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ।  

এ সময় অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান এম এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিয়ুর রহমান, চালুয়াহাটী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সভাপতি আমজেদ হোসেন, সম্পাদক কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের কাল রাতের সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে আয়োজন করা হয় কাঙালিভোজের।  

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
ইউজি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।