বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে ওই ঘটনার পর রাতে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ নবজাতকটির মরদেহ উদ্ধার করে। নিহত জিলানী আদর্শনগর এলাকার কামরুলের বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া মনির হোসেনের মেয়ে।
তার মায়ের নাম শুকরিয়া। তারা কুমিল্লার চান্দিনা এলাকার স্থায়ী বাসিন্দা। শিশুটির বাবা-মা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, নিহত শিশুটির মা মানসিক ভারসাম্যহীন। অভিযোগ পাওয়ার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানসিক ভারসাম্যহীন মা নিজেই শিশুটিকে হত্যা করেছেন নাকি তার হাত থেকে পড়ে মারা গেছে কিংবা শরীরের উপর বালিশ চাপা পড়ে মারা গেছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এমএ/