বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে জেলার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার গ্রামে এ ঘটনা ঘটে।
আলোচিত এ ঘটনার পরই পাষণ্ড বাবা ওমর ফারুককে (২৫) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামাল বাংলানিউজকে বলেন, ওমর ফারুক একজন মাদকাসক্ত। বৃহস্পতিবার বিকেলে মদ্য পান করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় পাশে থাকা শিশুকন্যা জান্নাতি তার পিঠের নিচে চাপা পড়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে শিশুটিকে বাড়ির পাশের পুকুরের পানিতে কচুরিপানার নিচে ডুবিয়ে রাখেন তিনি।
‘মেয়েকে না পেয়ে স্বামীর কাছে জানতে চান তার মা। কিন্তু প্রথমে অস্বীকার করলেও প্রতিবেশী লোকজন এসে মারধর করলে- জান্নাতিকে হত্যার কথা স্বীকার করেন ওমর ফারুক। পরে খবর পেয়ে পুকুরে কচুরিপানার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ’
তিনি বলেন, ওই সময় ঘাতক বাবাকে আটক করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি শাহীন।
বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
ইএআর/এমএ