ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগ-১এর সব কটি অর্থাৎ আটটি এবং বিবিবি-৪এর আওতায় ১২টি ফিডারের মধ্যে চারটি ফিডার একযোগে বন্ধ হয়ে যায় রাত ১০টা ৫৫ মিনিটের দিকে। পরে বিকল্প পথে সংযোগ নিয়ে বিবিবি-১এর ছয়টি ফিডার চালু হয় রাত ১২টা পাঁচ মিনিটের দিকে।
গল্লামারী মোহাম্মদনগর ৩৩/১১ কেভি উপ-কেন্দ্রে কর্মরত ওজোপাডিকোর এসবিএ-বি আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত ১০টা ৫৫ মিনিটের দিকে বিদ্যুৎ উপ-কেন্দ্রের একটি সার্কিট ব্রেকারের রাইজিং ক্যাবলে আগুন ধরে যায়। এ সময় তারা প্রথমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এগিয়ে আসে স্থানীয় জনগণও।
খবর পেয়ে সেখানে টুটপাড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গেলেও এর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দ্রুত সেখানে পৌঁছেন ওজোপাডিকোর পরিচালক (প্রকৌশল) হাসান আলী তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারাও।
বিবিবি-১এর নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হক বলেন, রাত ১২টা পাঁচ মিনিটের দিকে বিকল্প লাইন দিয়ে বিবিবির সর্বমোট আটটির মধ্যে ছয়টি ফিডার চালু করা হয়। বাকি ফিডার দু’টি পর্যায়ক্রমে চালু হয়।
বিবিবি-৪এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, মোহাম্মদনগর উপ-কেন্দ্রে আগুন লাগার ঘটনায় বিবিবি-৪এর ১২টি ফিডারের মধ্যে চারটি ফিডার বন্ধ হয়ে যায়। মধ্যরাতে ফিডারগুলো পুনরায় চালু হয়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এমআরএম/এমএ