ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে আবাসিক হোটেল থেকে ১১২ নারী-পুরুষ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
টঙ্গীতে আবাসিক হোটেল থেকে ১১২ নারী-পুরুষ আটক টঙ্গীতে আবাসিক হোটেল থেকে ১১২ নারী-পুরুষ আটক (প্রতীকী ছবি)

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের দায়ে ১১২ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে তাদের আটক করা হয়।  

টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীতে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ।

এসময় ওই হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপের দায়ে ১১২ নারী-পুরুষকে আটক করা হয়। আটকদের মধ্যে ৫২ জন নারী ও ৬০ জন পুরুষ রয়েছে। সেসময় ওইসব হোটেলগুলো বন্ধ করে দেওয়া হয়।  

এ ঘটনায় টঙ্গী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ।  

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।