ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৫৬৪ গ্রাম স্বর্ণসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
শাহজালালে ৫৬৪ গ্রাম স্বর্ণসহ আটক ১

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি (৪৬৪ গ্রাম) স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কারসহ দুবাই থেকে আসা মো. সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন ওই যাত্রী। এসময় তার রেক্টাম’র (মলদ্বার) ভেতর রাখা স্বর্ণবার ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

যার দাম প্রায় ৩৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ওই যাত্রী তার রেক্টামে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। এরপর বিশেষ কায়দায় তাকে ব্যায়াম করিয়ে, রুটি, কলা, জুস ও পানি খাইয়ে তার রেক্টাম থেকে চারটি স্বর্ণবার বের করানো হয়। সেই সঙ্গে তার কাছ থেকে আরো ১০০ গ্রামের স্বর্ণালঙ্কারও জব্দ করা হয়।  

এসব স্বর্ণ ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা করা হয়েছে। যার ভিজিআর নম্বর ২০৬৫/১৮।  

আটক ব্যক্তিকে বিমানবন্দর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলেও সূত্রটি জানায়।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এমআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।