ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ভাগ্নের বসতবাড়ি থেকে মামার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
ধুনটে ভাগ্নের বসতবাড়ি থেকে মামার মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় ভাগ্নের বসতবাড়ি থেকে চাচাতো মামা আল আমিনের (৬৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত আল আমিন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পূর্ব বেতগাড়ি গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

পুলিশ জানায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে জুড়ান মণ্ডলের চাচাতো মামা আল আমিন সোমবার (২৭ আগস্ট) ভাগ্নের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরের দিকে ভাগ্নের শয়নকক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় আল আমিনের ঝুলন্ত মরদেহ দেখেন বাড়ির লোকজন।  খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।  

তিনি জানান, মরদেহ উদ্ধার করে বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া অবধি মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব না।  

এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এমবিএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।