শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার ভুলতা পাচাইখাঁ উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পরিবার জানায়, গত ২৩ আগস্ট পাচাইখাঁ এলাকার আচার বিক্রেতা মনির হোসেনের ছেলে শামীমের সঙ্গে গোলাকান্দাইল পূর্বপাড়ার নসিমন চালক মনির হোসেনের মেয়ে শিউলির বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের টাকার জন্য প্রায়ই শামীম ফোন দিতো শ্বশুরকে। শুক্রবার তাকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহের জের ধরেই শিউলিকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
আরবি/