ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ২ শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
মুন্সিগঞ্জে ২ শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার আসামি মহসিন আলি শেখ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সদর উপজেলায় দুই শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মহসিন আলি শেখকে (৩৫) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সদরের দুর্গাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

জানা যায়, গ্রেফতার মহসিন সদরের রঘুরামপুর এলাকার আকমত আলি ওরফে আফতাব আলি শেখের ছেলে।

তবে দীর্ঘদিন আগে বাড়ি বিক্রি করে চলে যায়। এরপর থেকেই মহসিন একা চলাফেরা শুরু করে। মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ছয় মাসের চেষ্টা চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গাজী মো. সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, ২০০১ সালের একটি শিশু ধর্ষণ মামলায় পাঁচ বছর জেল খেটেছে বলে মৌখিক স্বীকার করেছেন। তবে এ বিষয়ে যাচাই বাছাই চলছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে দু’টি ধর্ষণের কথা স্বীকার করেছেন। প্রতি সপ্তাহের দু-একদিন তিনি রাত ১২টার পর মুন্সিগঞ্জের বিনোদপুর এলাকাসহ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতো। ৬ থেকে ১০ বছরের শিশু ধর্ষণ করাই তার মূল উদ্দেশ্য।  

এছাড়া তিনি চুরি ও ছিনতাইয়ের সঙ্গেও জড়িত রয়েছেন। মহসিন ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণভাবে অবস্থান করছিলেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।