বুধবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মহাসড়কের ওই অংশের ফুটওভার ব্রিজের ১০০ গজ দক্ষিণে এ ঘটনা ঘটে। রাহেলা ফাজিলপুর ইউনিয়নের শিবপুর এলাকার নুর নবীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মাহবুব আলম বাংলানিউজকে বলেন, প্রাইভেট কারটি এবং এর চালক ও মালিক মোস্তফা জামানকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসএইচডি/টিএ