বুধবার (৫ সেপ্টেম্বর) বিজিবি জোন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামিনিপাড়া ২৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুল হক। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার-জেনারেল একেএম সাজেদুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, ২৩ বিজিবির উপ-অধিনায়ক সৈয়দ আনসার মোহাম্মদ কাওসার, তাইন্দং মৌজার হেডম্যান মংক্যচিং চৌধুরী, বর্ণাল মৌজার হেডম্যান সুইথোয়াই চৌধুরী, তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বর্ণাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী আকবর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সভা শেষে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান এবং দুস্থ-অসহায় লোকদের মধ্যে টিন, চাল ও নগদ অর্থ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এডি/এনএইচটি