মুণ্ডুহীন মৃত ভেড়ার শাবকটি
নওগাঁ: নওগাঁর রাণীনগরে মুণ্ডুহীন মৃত একটি শাবকের জন্ম দিয়েছে মা ভেড়া। বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চক-পারইল গ্রামে কৃষক রিপন আলীর বাড়িতে এ শাবকটির জন্ম হয়।
রিপন বাংলানিউজকে জানান, সাতটি ভেড়া লালন-পালন করে আসছিলেন তিনি। এর মধ্যে একটি ভেড়া বুধবার দুপুরে তিনটি বাচ্চা প্রসব করে।
এর মধ্যে একটি বাচ্চা দুই পা ও মাথা বিহীন মৃত জন্ম নেয়। বাকি দু’টি বাচ্চা ভালভাবে জন্ম নিয়েছে।
এ বিষয়ে রাণীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তালেব বাংলানিউজকে বলেন, জন্মগত কারণে এরকম বাচ্চার জন্ম হতে পারে। এটি অস্বাভাবিক কিছু নয়।
এদিকে, এ খবর ছড়িয়ে পরলে স্থানীয় উৎসক জনতা মুণ্ডুহীন ভেড়ার বাচ্চাটিকে একনজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।