বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের দু’পাশের অন্তত ১৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
কলাপাড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বাংলানিউজকে জানান, স্লুইস সংলগ্ন এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের দু’পাশে পাউবোর জমি দখল করে অন্তত ৪৫টি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।
কলাপাড়া থানা পুলিশের সহায়তায় বুধবার বাকি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। অভিযানে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের দু’পাশের অন্তত ১৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
এমএস/ওএইচ/