ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ১১ যানবাহনে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
সিলেটে ১১ যানবাহনে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান/ছবি: আবু বকর

সিলেট: বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকায় সিলেটে ১১ যানবাহনে আড়াই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সিলেটের কাজিরবাজার সেতুর প্রবেশদ্বার মারকাজ পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স।


 
অভিযানে ১১টি যানবাহনে বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকায় ২ হাজার ৪শ ৫০ টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়ি চালনার অপরাধে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর বিভিন্ন ধারায় এ জরিমানা আদায় করা হয়।
 
সিলেট নগর পুলিশের সহায়তায় সড়কে নিরাপত্তার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে, বলেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।