ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
মিরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা

ঢাকা: রাজধানীর মিরপুরের শাহআলীতে যৌতুকের জন্য সাহিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী নিরব মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিরব পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকেলে তারা মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

সাহিনার বাড়ি মিরপুর কাউনদিয়া এলাকায়। তার স্বামীর বাড়ি ভোলা জেলায়। তিন সন্তান নিয়ে তারা স্বামী-স্ত্রী মিরপুল-১ শাহ আলী রোড-৪ বাড়ি-১৪ এর একটি টিনসেট ঘরে ভাড়া থাকতেন।

শাহআলী থানার উপ পরিদর্শক (এসআই) খন্দকার মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, নিহত নারীর পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে যে, যৌতুকের জন্য না-কি প্রায় সময়ই সাহিনাকে মারধর করতেন নিরব। বুধবারও নিরব তাকে মারধর করেন। আর এতেই সাহিনার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনাটির বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। নিরবকে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। এছাড়া এ ঘটনায় মামলাও প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।