ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রয়টার্সের ২ সাংবাদিকের মুক্তি দাবি খুলনায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
রয়টার্সের ২ সাংবাদিকের মুক্তি দাবি খুলনায় মানববন্ধন কর্মসূচি, ছবি: বাংলানিউজ

খুলনা: মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের সাত বছরের কারাদণ্ড প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়ে খুলানায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ সেপ্টেম্বর) বিকেল আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন মহানগরীর পিসচার প্যালেস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে।

সংগঠনটির খুলনা বিভাগীয় ও জেলার কমিটির পক্ষ থেকে এ মানববন্ধন ও সামাবেশ আয়োজন করা হয়।

মানববন্ধন থেকে মিয়নমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও ক্ষতি পূরণ এবং গণহত্যার দায়ে দেশটির সামরিক জান্তাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

আসক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সভাপতি এমএ কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএইচ শাওনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির খুলনা বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা ও খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন।

বক্তব্য রাখেন- খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা শরীফ মনজুর শামীম বাবু, নিরাপদ সড়ক চাই খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব, ওয়ার্কার্স পার্টির নেতা শেখ মফিদুল ইসলাম প্রমুখ।

দুই সাংবাদিকের ওপর যে শাস্তি দেওয়া হয়েছে তা অবিচার আখ্যায়িত করে বক্তারা বলেন, মিয়ানমার সরকারকে এটি বাতিল করতে হবে। একইসঙ্গে দুই সাংবাদিককে যতো দ্রুত সম্ভব মুক্তি দিতে হবে।

মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়ে এ সমস্যা সমাধানে বিশ্বশক্তিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সঙ্গে আন্তর্জাতিক আদালতে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সূচির কঠোর শাস্তির দাবি তুলেন তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এমআরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।