ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফুলপুরে গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার, আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
ফুলপুরে গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার, আটক ২

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে ইসমাইল হোসেন (৪৫) নামে এক গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নুরুল ইসলাম ও আব্দুল গণি নামে দুইজনকে আটক করেছে। 

বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার রূপসী ইউনিয়নের পাগলা গ্রামের ইসমাইল হোসেনের সঙ্গে জমি নিয়ে তার ভাই নুরুল ইসলাম ও তার শ্যালক সেকান্দরের বিরোধ চলছিল।

চার দিন আগে ঢাকা থেকে তিনি বাড়িতে আসেন। কিন্তু গত সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন।  

পরে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে ওই এলাকার নির্মাণাধীন একটি ভবনের টয়লেটের ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুব আলম বাংলানিউজকে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ফুলে যাওয়ায় আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।  

তিনি জানান, এই ঘটনায় নিহত ইসমাইল হোসেনের মেয়ে শাহনাজ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮ 
এমএএএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।