ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে বাস চাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
ভৈরবে বাস চাপায় যুবক নিহত ঘাতক বাসটি আটক করেছে পুলিশ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে বাসের নিচে চাপা পড়ে আশরাফুল আলম মিলন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নিউটাউন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল আলম মিলন বরিশাল জেলার মুলাদী উপজেলার চরলক্ষীপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।

তিনি ভৈরবের নিউটাউন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, বিকেলে মিলন ভৈরবের নিউটাউন মোড় পার হচ্ছিলেন। এসময় একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬১৪১) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চালকসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।