এ ঘটনায় বুধবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে ওই উপ-পরিদর্শক (এসআই) কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
তবে বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল।
ওসি জানান, এসআই কমল দাবি করেছেন মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে তার কালিবাড়ি এলাকার বাসায় চুরি হয়।
এসময় তার ট্রাংক ভেঙে স্বর্ণালংকার চুরি করা হয়। একই সময় ঘর থেকে পিস্তলটিও চুরি হয়ে যায়। বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর তিনি বিষয়টি অবহিত করেন।
ওসি জানান, এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এএ