ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

নরসিংদী: নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচরে ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের চেষ্টা করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। 

এ ব্যাপারে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদুয়ারচর গ্রামে সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে ওই কিশোরীর বাবা-মা দু’জনে কর্মস্থলে চলে যান।

এ সুযোগে গভীর রাতে একই এলাকার তালেব আলীর ছেলে ইউসুফ (২৭) ও আফছর উদ্দিনের ছেলে রহিমসহ (২৬) আরও দুই থেকে তিনজন ঘরের দরজা ভেঙে ওই কিশোরীকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় পাশে ঘুমিয়ে থাকা ছোট বোনের চিৎকার শুনে আশেপাশের লোকজন চলে আসলে ধর্ষণ চেষ্টাকারীরা পালিয়ে যায়।  

এ ব্যাপারে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে ইউসুফ ও রহিমসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বাংলানিউজকে বলেন, নির্যাতিত কিশোরীর মায়ের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।