এ ব্যাপারে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদুয়ারচর গ্রামে সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে ওই কিশোরীর বাবা-মা দু’জনে কর্মস্থলে চলে যান।
এ ব্যাপারে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে ইউসুফ ও রহিমসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বাংলানিউজকে বলেন, নির্যাতিত কিশোরীর মায়ের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
জিপি