বুধবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৯টা ১৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ীর থানার (ওসি) কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, যাত্রাবাড়ীর চৌরাস্তায় ইংলিশ পরিবহনের একটি বাস মোড় ঘোরার সময় রাস্তায় থাকা ওই অজ্ঞাত ব্যক্তিকে ধাক্কায় দেয়। এতে তিনি আহত হলে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক নিয়ে আসে। অতঃপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, এই দুর্ঘটনার পর ঘাতক বাসকে জব্দ করা হয়েছে এবং ওই বাসের চালক পুলিশ হেফাজতে আছে। নিহত ব্যক্তির নাম-ঠিকানা জানার চেষ্টা চালানো হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এজেডএস/এনএইচটি