ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাত লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী এ আদেশ দেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আহসানুল কবির, সহকারী পরিচালক আবু বকর সিদ্দিকসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী জানান, বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশ থেকে অবৈধভাবে ভলগেট মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদে ওই এলাকায় অভিযান পরিচালনা করে এমভি আব্বাস আলী ব্যাপারী এন্টারপ্রাইজ, বাল্কহেড থেকে আলমাজ আলা ও সোহেল সরকারকে আটক করে ও দুই লাখ টাকা জরিমানা করেন।  

একই সঙ্গে মেসার্স সজিব এন্টারপ্রাইজ থেকে সুজন হোসেন নামের একজনকে আটক করে দেড় লাখ টাকা জরিমানা, এমভি রাজীব-১ থেকে শাহজামাল সরকার ও রব্বানী সরকার নামের দুইজনসহ দুই লাখ টাকা জরিমানা, আলীফ মিম ড্রেজার প্রকল্প থেকে মনির হোসেন ড্রাইভার ও হিরা মিয়া লস্কর ড্রাইভারকে আটক করে দেড় লাখ টাকা জরিমানাসহ মোট সাতজনকে আটক করা হয়। জরিমানার টাকা দেওয়ার পর মুচলেকা নিয়ে আটকদের ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।