ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি রহমানের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি রহমানের মৃত্যু

ঢাকা: নেত্রকোনার মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি আব্দুর রহমান (৭৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

বুধবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়। এর আগে দুপুরের দিকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী অাবু হানিফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে তাকে কারাগার থেকে হাসপাতালের মেডিসিন বিভাগ ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন তিনি। তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮ 
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।