নিহতের স্বজনদের দাবি যৌতুকের জন্য তাকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ও স্বজনরা। ঘটনার পর থেকে স্বামী জব্বার মিয়াসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
বুধবার (০৫ সেপ্টেম্বর) রাতে ১০টার দিকে ধামরাইয়ে দক্ষিণ গাওয়াইল এলাকার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে, নিহতের স্বজনদের অভিযোগ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত স্বামী জব্বার মিয়া যৌতুকের জন্য বকুলী বেগমকে চাপ দিয়ে আসছিল। যৌতুক না পেয়েই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা বাংলানিউজকে জানান, দক্ষিণ গাওয়াইল এলাকার জব্বার মিয়ার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরেদহটি উদ্ধার করা হয়। এর আগে ওই বাড়ির লোকজন মরদেহটি ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামিয়ে পালিয়ে যায়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
আরএ