রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিকা প্রসাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। ফরিদ কালিকা প্রসাদ (আদর্শপাড়া) এলাকার মৃত নূরু মিয়ার ছেলে।
র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানিয়েছেন।
তিনি বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিকা প্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪২ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসআরএস