ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় জয়নাল হত্যা মামলায় ৯ জনের ৩ দিনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
ফতুল্লায় জয়নাল হত্যা মামলায় ৯ জনের ৩ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার আকবরনগর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে জয়নাল আবেদীন হত্যা মামলায় নয় জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা সবাই সামেদ আলী গ্রুপের সদস্য।

রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদাবুজ্জামানের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।  

রিমান্ডপ্রাপ্তরা হলেন- রাজিব, আরিফ, গনি, সজিব, হৃদয়, আতিক, দিলু, সুজন ও জুয়েল।

 

কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া বাংলানিউজকে জানান, ওই নয় আসামি ৪ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে সাতদিন করে রিমান্ড আবেদন করে।

জানা যায়, ফতুল্লার আকবরনগর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আব্দুর রহিম ও সামেদ আলী গ্রুপের মধ্যে প্রায় এক যুগ ধরে বিরোধ চলে আসছে। এতে উভয় গ্রুপের বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৯ আগস্ট দু’গ্রুপের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে মুখোমুখি সংঘর্ষের জড়িয়ে পড়ে।  

এসময় কেরানীগঞ্জ থানার উত্তর আকবরনগর এলাকার জয়নাল আবেদীনের (৬০) কপালে টেটাবিদ্ধ হয়। ১০ আগস্ট (শুক্রবার) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নালের মৃত্যু হয়।  

এ ঘটনায় সামেদ আলীকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।