ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু গুলিবিদ্ধ হয়ে নিহত যুবক

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের সামনে দুর্বৃত্তের ছোড়া গুলিতে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।  

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বাংলানিউজকে বলেন, ঈদগাহ মাঠের সামনে গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ট্রাউজার ও লাল গেঞ্জি পরিহিত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঢাকা মেডিকেলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
পিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।