ঢাকা: রাজধানীর রামপুরা এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মোস্তফা হাওলাদার (৪০) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় মোস্তফা নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
কে বা কারা তার পায়ে গুলি করে পালিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এক কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
পিএম/জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।