বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক যায়নি।
রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী পশ্চিমপাড়া রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, বেনাপোল সীমান্তে দুর্বৃত্তরা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় সেখানে তাদের ফেলে যাওয়া একটি বিদেশি বন্দুক পাওয়া যায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার লাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এজেডএইচ/জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।