ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পোশাক শ্রমিককে অপহরণের পর ধর্ষণ চেষ্টা, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
পোশাক শ্রমিককে অপহরণের পর ধর্ষণ চেষ্টা, আটক ৪

ঢাকা (সাভার): আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে অপহরণ করে ধর্ষণের চেষ্টায় থানা যুব মহিলা লীগ নেত্রীর ছেলেসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ বাইপাইল এলাকা থেকে অপহৃত ওই নারীকে উদ্ধার করা হয়। এসময় চার অপহরণকারীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

 

আটকরা হলেন- মধ্য গাজীরচট এলাকার থানা যুব মহিলা লীগের নেত্রী নাজমুন নাহার কাজলের ছেলে নকিব মিয়া (২০), একই এলাকার আলমাস হোসেনের ছেলে নাইমুর রহমান দুর্জয় (১৯), আব্দুল লতিফের ছেলে ফারুক হোসেন (২২) ও আব্দুস সালামের ছেলে আল আমিন (২০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, রোববার বিকেলে উত্তর গাজীরচট এলাকা থেকে এক নারী পোশাক শ্রমিককে জোর করে রিকশায় তুলে নেয় নকিব ও তার সহযোগীরা। একপর্যায়ে অপহরণকারীরা ওই পোশাক শ্রমিকে স্থানীয় চারাল পাড়ার একটি বহুতল ভবনের ফ্লাটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই নারীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে চার অপহরণকারীকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার এবং চার অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

অপহৃত পোশাক শ্রমিকের স্বামী জানান, দীর্ঘ দিন ধরেই তার স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো নকিব ও তার সহযোগীরা। নকিবের মা থানা যুব মহিলা লীগের নেত্রী হওয়ায় তারা থানা-পুলিশ ও স্থানীয়দের কাছে বিচার দিতে ভয় পাচ্ছিলেন।  

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু বাংলানিউজকে বলেন, অপহৃত নারীর স্বামী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দিয়েছে।  

বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।