সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ০৯টার দিকে গুলশানের আট নম্বর রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
আহত রহমান বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, সার্জেন্ট পিযুষ ওই এলাকায় দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ওই আরোহী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করা হয়।
সার্জেন্ট পিযুষ রংসাইডে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন কি কি-না। সেটা সিসি টিভির ফুটেজের মাধ্যমে দেখা হবে বলেও জানান ওসি আবু বকর সিদ্দিকী।
এদিকে ডিসি-ট্রাফিক উত্তর প্রবীর কুমার রায় বলেন, সার্জেন্ট পিযুষকে ডিউটির থেকে সরিয়ে আনা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। পরে প্রতিবেদন পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
তিনি আরও জানান, রাস্তায় যানজট লেগে গেছে পুলিশ সার্জেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে যানজট নিয়ন্ত্রণে জন্য। তখন তিনি রং সাইড দিয়ে যেতেই পারে আরো মানুষের সেবার জন্য। তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এজেডএস/এএটি