সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পিকআপ ভ্যানটি ভাঙচুর করে।
ইব্রাহিম ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সে জাবারুল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মজু চৌধুরীর হাট এলাকা থেকে ছেড়ে আসা বালু ভর্তি পিকআপ ভ্যান হাজিরহাট এলাকায় ওই ছাত্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। ঘাতক পিকআপটি পুলিশি হেফাজতে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসআর/আরবি/