ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জের ৭৮টি ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
হবিগঞ্জের ৭৮টি ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি ১০ টাকা কেজি দরে চাল বিতরণ

হবিগঞ্জ: হবিগঞ্জে ৭৮ হাজার ৪৪ জন দরিদ্র লোক পাচ্ছেন প্রধানমন্ত্রী ঘোষিত ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল। জেলার ৭৮টি ইউনিয়নে একযোগে বিতরণ করা হচ্ছে এ চাল। 

সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।  

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আব্দুস সালাম বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বছরে ৫ মাস অস্বচ্ছল লোকদের তালিকা তৈরি এ চাল দেওয়া হচ্ছে।

হবিগঞ্জের ৭৮টি ইউনিয়নে ১৫২ জন ডিলার নিয়োগ করা হয়েছে। দরিদ্র লোকজন যাতে কোনো ধরণের প্রতারণার শিকার না হয় সেজন্য চাল বিতরণকালে সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকেন বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা খাতুন, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালম, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়রম্যান তাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা শেখ একেএম সুফী, নুরুল হক তালুকদার, জাবেদ আলী মাস্টার, ডা. কুতুব উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রউফ, সোহেল মিয়াসহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।