সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আব্দুস সালাম বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বছরে ৫ মাস অস্বচ্ছল লোকদের তালিকা তৈরি এ চাল দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা খাতুন, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালম, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়রম্যান তাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা শেখ একেএম সুফী, নুরুল হক তালুকদার, জাবেদ আলী মাস্টার, ডা. কুতুব উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রউফ, সোহেল মিয়াসহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসআরএস