সোমবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কনসার্টের ফাঁকে ফাঁকে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হচ্ছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের প্রথিতযশা ও স্বনামধন্য ব্যান্ডদল ও শিল্পীরা সংগীত পরিবেশন করছেন। উন্নয়ন কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকছে ফায়ার ওয়ার্কস ও লেজার শো।
আগামী ১৩ সেপ্টেম্বর নোয়াখালী, ১৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুর ও ১৭ সেপ্টেম্বর ভোলায় অনুষ্ঠিত হবে এ উন্নয়ন কনসার্ট। তাছাড়া আরও যেসব জেলায় উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হবে সেগুলো হলো- নেত্রকোনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, খুলনা, রাজবাড়ী, জয়পুরহাট, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী।
এর আগে বিভাগীয় শহরগুলোর ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর নরসিংদী, ৬ সেপ্টেম্বর মানিকগঞ্জ এবং ৮ সেপ্টেম্বর কুমিল্লা জেলা শহরে অনুষ্ঠিত হয় এ কনসার্ট।
সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ের জনগণকে অবহিত করার লক্ষ্যেই এ আয়োজন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এইচএমএস/টিএ