সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যার দেখাশোনা করার কথা সেই যদি হয়রানি করে তার শাস্তি হওয়া উচিত।
মালয়েশিয়ায় বৈধ হওয়ার সুযোগ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় দূতাবাসে যিনি কর্মরত, দেখাশোনা করবেন তার মাধ্যমেই যদি আমাদের শ্রমিকরা হয়রানির শিকার হন, এটা যদি সত্যি হয় অবশ্যই তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
মনিরুল ইসলামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালয়েশিয়াতে যারা কাগজপত্রহীন অবস্থায় বসবাস করছেন, তারা যাতে হয়রানির শিকার না হন সে বিষয়ে আমরা ওয়াকিবহাল। অচিরেই আরেকটি মিটিং হওয়ার কথা। তারা যদি তাদের প্রতিনিধি আমাদের মন্ত্রণালয়ে পাঠাতে সক্ষম না হন, আমি নিজে গিয়ে ওখানে তাদের মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলবো, যাতে করে আমাদের কর্মীরা নির্দ্বিধায়, নির্বিঘ্নে ওখানে কাজ করতে পারেন। সে ব্যাপার সচেষ্ট আছি, আগামীতে আরও সচেষ্ট থাকবো।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসএম/জেডএস