নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৪)।
সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রূপনারায়ণপুর গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।
ধামইরহাট পাগলা দেওয়ান বিওপির নায়েক সুবেদার আব্দুস সালাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালানো হয়।
এ সময় গ্রামের সামছুলের বাড়ির পেছন থেকে পরিত্যক্ত পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থা এক রাউন্ড গুলিসহ একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গুলি ধামইরহাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।