সোমবার (১০ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনী জাহাজ তুরাগ ট্রলারটিকে উদ্ধারের জন্য তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ৯ জেলেকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করে।
স্বাধীন-৩ নামে ওই ট্রলারটিতে মোট ১২ জন জেলে ছিল। নিখোঁজ ৩ জেলেকে উদ্ধারে নৌবাহিনী জাহাজ তুরাগ নিরবচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এছাড়া উদ্ধার তৎপরতাকে জোরদার করার লক্ষ্যে মোংলা থেকে আরও দু’টি নৌবাহিনী জাহাজ মেঘনা ও নিশান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
উদ্ধারকৃত জেলেরা হলেন- মো. হানিফ (৪০), মো. আবুল কালাম (৪২), মো. জাকির হোসেন (৪৭), মো. সুজন (২৮), মো. রুবেল (২৮), মো. মুসা (২২), মো. জাকারিয়া (১৬), মো. কবির (৪২) ও মো. মনির (২০)। এরা সবাই বরগুনা জেলার পাথরঘাটা থানার কাতারতলী গ্রামের বাসিন্দা।
উদ্ধারকৃত জেলেদের নৌবাহিনীর মেডিকেল টিম কর্তৃক জাহাজ তুরাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা নৌবাহিনীর জাহাজে অবস্থান করছেন।
উল্লেখ্য, স্বাধীন-৩ নামে ট্রলারটি পাথরঘাটা থেকে এসে গভীর সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত ছিল। ভোরে বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে ট্রলারটি উল্টে যায়। নৌবাহিনী জাহাজ তুরাগ গভীর সমুদ্রে টহলকালে উল্টে যাওয়া ট্রলার ধরে ভেসে থাকা অবস্থায় জেলেদের উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরবি/