খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ময়মনসিংহে ১০ টাকা কেজি দরে চাল
ময়মনসিংহ: খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ময়মনসিংহে ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছে কমপক্ষে সাড়ে ১৫ লাখ মানুষ। এ কর্মসূচির আওতায় ৩ লাখ ১০ হাজার ২৮৩ জন কার্ডধারীকে চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত প্রতিটি কার্ডের বিপরীতে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।
সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরতলী রহমতপুর বাইপাস মোড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ও জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) এসএম সাইফুল ইসলাম।
ডিসি ফুড সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রতিটি কার্ডের বিপরীতে তিন মাসে প্রতিটি পরিবার পাবে ৯০ কেজি করে চাল।
প্রতি পরিবারে পাঁচজন করে সদস্য হলে সাড়ে ১৫ লাখ পরিবার এ সুবিধা পাবেন। প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ চাল বিতরণ করা হবে।
তিনি আরও জানান, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ স্লোগানে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরণের কর্মসূচি শুরু হয়েছে।
খাদ্যবান্ধব এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশও দেন তিনি।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এমএএএম/এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।