ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মেয়ের রডের আঘাতে প্রাণ গেলো মায়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
মেয়ের রডের আঘাতে প্রাণ গেলো মায়ের

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় পারিবারিক কলহের জের ধরে মেয়ের রডের আঘাতে মমতাজ বেগম (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। 

সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে রডের আঘাতে তিনি গুরুতর জখম হওয়ার পর সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।  

মমতাজ পাটকেলঘাটার দক্ষিণ নগরঘাটার মৃত সবুর সরদারের স্ত্রী।

সকাল ১০টার দিকে দক্ষিণ নগরঘাটায় নিজেদের বাড়িতে কলহের জের ধরে মেয়ে টুম্পা (২৫) মায়ের মাথায় রড দিয়ে আঘাত করেন।  

তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার অপু সরোয়ার বাংলানিউজকে জানান, সকালে মেয়ের রডের আঘাতে মমতাজ বেগমের রক্তক্ষরণ হলে তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় খুলনায় নেওয়া পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।