সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা দেড়টার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম ও মো. মিনহাজুল ইসলাম যৌথভাবে অভিযান চালিয়ে ক্লিনিকটি সিলগালা করে দেন। এসময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফয়সাল কবীর উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, করমদী ডেন্টাল ক্লিনিকের মালিক এমদাদুল হকের ডেন্টাল ডাক্তারি সনদ, ক্লিনিকের অনুমোদন ও প্রয়োজনীয় প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ওই ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়েছে। এর আগেও ১৫ হাজার টাকা জরিমানা করে ক্লিনিকটি না চালানোর জন্য সতর্ক করে দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। মালিক এমদাদুল হক সেই নির্দেশ না মেনে অবৈধভাবে ক্লিনিক চালিয়ে আসছিলেন। তাই মেডিকেল ও ডেন্টাল ক্লিনিক আইনে এবার ক্লিনিকটি সিলগালাই করে দেওয়া হয়েছে।
তবে এমদাদুল পলাতক থাকায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এইচএ/