সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কেচুয়াডুবি থেকে ১০ পিস ইয়াবাসহ মোজাহারকে আটক করে সদর থানা পুলিশ। তিনি শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের সোহরাব বিশ্বাসের পুত্র।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, মোতাহার হোসেনের নামে থানায় পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। শালিখার পুকুরিয়া গ্রামের সাকায়াত হোসেনের পুত্র পলাশ ও মোজাহার এলাকায় মাদক বেচেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
তবে মোজাহার নিজেকে শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি দাবি করলেও তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি-না ওসি তা জানেন না বলে জানান। ইয়াবাসহ মোজাহারকে আটকের ঘটনায় তার নামে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের হচ্ছে বলেও জানান ওসি।
যোগাযোগ করা হলে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের শালিখা উপজেলা শাখার সভাপতি পদ তো দূরের কথা, মোজাহারের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। জেলা ও কেন্দ্র অনুমোদিত কমিটির শালিখা উপজেলা সভাপতির নাম কুতুব উদ্দিন।
বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এইচএ/