মেহেরপুর: মেহেরপুরের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, সার্টারগান, দুই রাউন্ড গুলি ও সাতটি হাতবোমা এবং তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত মেহেরপুর সদর, গাংনী উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়।
মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোলরুম সূত্র জানায়, সোমবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে ভোর পর্যন্ত মেহেরপুর সদর ও গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া উপজেলার নুরপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ও গাংনী উপজেলার পিরতলা গ্রাম থেকে দুটি হাতবোমা এবং মেহেরপুর শহরের পৌর মাধ্যমিক বিদ্যালয়ের দেওয়ালের পাশ থেকে একটি দেশীয় তৈরি এলজি, সার্টারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে।
মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জাহিদুল হক বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া হাতবোমা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।