ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বন্যার পদধ্বনিতে শঙ্কিত নদীতীরবর্তী মানুষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
কুড়িগ্রামে বন্যার পদধ্বনিতে শঙ্কিত নদীতীরবর্তী মানুষ

কুড়িগ্রাম: ভারী বর্ষণ আর উজানের ঢলে বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে কুড়িগ্রামে। ধরলা অববাহিকায় গত ১২ ঘণ্টার ব্যবধানে অস্বাভাবিক পানি বাড়ায় বন্যার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছে নদীতীরবর্তী মানুষ।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ধরলা নদীর সেতু পয়েন্টে ২৬ দশমিক ২৩ সেন্টিমিটার পানি প্রবাহিত হয়ে বিপদসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।  

ধরলা নদীর পানি এই পয়েন্টে গত ১৮ ঘণ্টায় ৯৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড নিয়ন্ত্রণ কক্ষ সূত্র আরও জানায়, মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ২০ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে ১৫ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ভারতের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের ফলে উজানের ঢলে ধরলা ও দুধকুমার নদের পানি বাড়ছে। সোমবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ধরলা নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এফইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।